
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
স্বামী-সন্তান ফেলে পরকীয়া প্রেমিককে বিয়ে, ত্যাজ্য করলেন পিতা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামী-সন্তান ফেলে পরকীয়া প্রেমিককে বিয়ে করায় মেয়েকে ত্যাজ্য করেছেন পিতা। ঘটনাটি ঘটেছে নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে।
রোববার আদালতের মাধ্যমে ত্যাজ্য করা হয় এবং মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন ওই পিতা।
ভুক্তভোগী পিতা রবিউল ইসলাম ফেসবুকে উল্লেখ করেন- তার বাড়ি নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। তার মেয়েকে দুর্গাপুর গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেন। সেখানে ৭ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তার মেয়ে কুমারখালীর তেবাড়িয়া গ্রামের ফটোগ্রাফার দুই সন্তানের জনক সাকিব ফারহানের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। তিনি জানার পর নানাভাবে মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। সাকিব ফারহান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাদের ওপর প্রেশার সৃষ্টি করে তার মেয়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার জন্য।
শেষপর্যন্ত তিনি মেয়েকে গৃহবন্দি করে রাখলে সাকিব ফারহান ড্রোন পাঠিয়ে তার মেয়ের খোঁজ নেওয়ার চেষ্টা করলে তারা সাকিবকে হাতেনাতে ধরে এলাকাবাসীর মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। ১৩ ফেব্রুয়ারি তার মেয়ে ১২ ভরি স্বর্ণের গহনা এবং নাতি ছেলের জন্য জমানো টাকা নিয়ে সাকিব ফারহানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তিনি দুই মাস অপেক্ষা করেন তার মেয়ে নিজের ভুল বুঝতে পেরে হয়তো ফিরে আসবে এ আশায়; কিন্তু শেষপর্যন্ত ফিরে না আসায় তিনি চলতি ৬ মার্চ মেয়েকে ত্যাজ্য করেন।
তিনি বলেন, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে তিনি মেয়েকে বঞ্চিত করলেন এবং তার মেয়ের প্রাপ্য সম্পত্তি নাতি ছেলের নামে লিখে দিবেন বলে জানান। এছাড়াও তার মেয়ে তাদের জন্য মৃত বলে উল্লেখ করেন। ফেসবুকের মাধ্যমে মঙ্গলবার তিনি তার মেয়েকে ত্যাজ্য করার বিষয়টি প্রচার করেন। পরবর্তীতে কোন স্ত্রী স্বামী সন্তান ফেলে এমন ঘৃণিত কাজ যাতে না করে এজন্য তিনি এই কাজ করেছেন।