
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম
রাজিন-কাপালির সমন্বয়ে সিলেট জেলা ক্রীড়া কমিটি

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

আরও পড়ুন
অবশেষে নতুন কমিটি পেয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে পদাধিকার বলে আহবায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সদস্য হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ ও অলক কাপালি, সাফজয়ী ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, সাবেক ফুটবলার ও সংগঠক নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল ও পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর ২১ আগস্ট ভেঙে দেওয়া হয় দেশের সব সরকারি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি। ফলে স্থবিরতা বিরাজ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থায়।