
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম
ট্রেনের হর্ন বাজিয়ে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

আরও পড়ুন
গাজায় ইসরাইলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। এ অবস্থার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ট্রেনের হর্ন বাজিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া লোকোমোটিভ মাস্টাররা।
বুধবার বেলা ১১টার দিকে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ৩০ সেকেন্ড ট্রেনের হর্ন বাজানো হয়। আখাউড়া লোকোমোটিভ (ট্রেনের শেড ও সান্টিংয়ে) একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজানো হয়।
আখাউড়ার রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকোশেড ইনচার্জ) মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও লোকোরানিং কল্যাণ সমিতির সভাপতি কবির হোসেন ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তারা জানান, ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় আখাউড়া (লোকোশেড ও সান্টিংয়ে) লোকোমোটিভ বা ইঞ্জিনে একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজানো হয়। এটা তাদের ইউনিয়নের সিদ্ধান্ত। মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিবাদ জানিয়েছি।
ইসরাইল যেভাবে গণহত্যা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই বলে মন্তব্য করেছেন কবির হোসেন ভূঁইয়া।