
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম
সালিশেই হামলা-ভাঙচুর লুটপাটের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নে পূর্ববিরোধের জেরে আপস-মীমাংসার সালিশ দরবারে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত চলছে।
জানা গেছে, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা গ্রামের এবাদুল্লাহর ছেলে আসাদ মিয়া (৪০), শাহজাহান (৩০), জুয়েল মিয়া (২৫), সাইফুল ইসলামের ছেলে আল আমিন মিয়া (৩৫), নুরুল আমিন (৩০), হৃদয় মিয়া (২৫), আব্দুল গফুরের ছেলে হাবিবুর রহমান (৫০), এবাদুল্লাহ (৬৮) ও সাইফুল ইসলামের (৫৩) সঙ্গে একই গ্রামের মহরম আলীপুর ছেলে আবু বক্কর সিদ্দিক (৭০) গংদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
আবু বক্কর সিদ্দিক জানান, প্রতিপক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় ইতোপূর্বে মারামারি হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করা হয়। এ মামলা নিষ্পত্তি করার জন্য দুপক্ষের আপস-মীমাংসা করার জন্য রোববার গ্রাম্যসালিশ হওয়ার কথা ছিল।
তিনি বলেন, সালিশের লোকজন আসার পূর্বমুহূর্তে তারা আবারও হামলা চালিয়ে সালিশের জন্য আনা চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ পর্যায়ে তারা বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা, জানালা-টিনের বেড়া ও ঘরের মধ্যে রক্ষিত আসবাবপত্র ভাঙচুর করে।
তিনি বলেন, ঘর থেকে মহিলাদের আনুমানিক ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুটপাট করেছে।
এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সাইফুল ইসলামের ছেলে আল আমিন মিয়া জানান, তারা ওই বাড়িতে যাননি। ভাঙচুর আর লুটপাটের অভিযোগ মিথ্যা। বরং তারা গুন্ডাবাহিনী এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।