
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০ এএম
মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

আরও পড়ুন
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ওই এলাকার মোহাম্মদ রাশেদের ছেলে মো. মাসুদ (৫) ও তার ভাগ্নি মো. সাবের হোছনের মেয়ে তাবাচ্ছুম (৪)।
স্থানীয় বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু নঈম রমি জানান, বুধবার দুপুরে তারা দুইজন নদীর বালুর চরে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, ওই এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর চরে বড় আকারের গর্ত হওয়ায় খেলার একপর্যায়ে পানিতে নামলে শিশু দুইজনই গর্তে পড়ে তাদের মৃত্যু হয়। বিগত এক বছর আগেও একইভাবে পূর্ব কাকারার মো. রফিকের ছেলেরও মৃত্যু হয়। নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান তিনি।