
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম
আগ্নেয়াস্ত্রসহ বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
মাগুরা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি নেতা ফরিদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রেজা এবং যুবদল কর্মী কাজী পাভেলসহ ৯ জনকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা সেনাক্যাম্প কমান্ডার মেজর সাফিন আল সাইফের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে মাগুরা শহরের পারলা এলাকায় ফরিদ খানের ইটভাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।
এ সময় ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১টি এয়ারগান এবং বিভিন্ন ধরনের দেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার অন্যরা হলেন- মাগুরা সদর হাসপাতালপাড়ার নূহুদারুল হুদা, আবালপুর গ্রামের আবদুল জলিল জুয়েল, মাগুরা সদরের শাহিন শেখ, বাখেরা গ্রামের আইনূল হোসাইন, পটুয়াখালীর জামুরা গ্রামের ইলিয়াস খান ও ঢাকার মোহাম্মদপুর এলাকার সৈয়দ খায়রুল আলম শাওন।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, বুধবার অবৈধ আগ্নেয়াস্ত্র আইনে মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।