
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম

আরও পড়ুন
গাজায় ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলি বাহিনীর চালানো গণহত্যা ও ধারাবাহিক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জ প্রেস ক্লাব।
বুধবার উপজেলা শহিদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেস ক্লাবের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহ-সভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, সাংবাদিক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সাংবাদিক আলমগীর হোসেন, সামসুল ইসলাম সনেট।
উপস্থিত ছিলেন- ইমরুল কায়েস, মো. শিপন, মো. আরিফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাজী কাউসার আহমেদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। সেখানে শিশু, নারী, বৃদ্ধ, কেউই ইসরাইলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিশ্বের বিবেককে জাগ্রত করতে আহ্বান জানাই।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ থেকে যেন ইসরাইলি পণ্য আমদানি ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
এ সময় ‘গাজার পাশে দাঁড়াও’, ‘ইসরাইলি পণ্য বর্জন করো’, ‘নিরীহ মানুষ হত্যার বিচার চাই’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয় মানববন্ধন প্রাঙ্গণ।