
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম
ছয় মাস আগে বিয়ে, একই রশিতে গাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ পিএম

আরও পড়ুন
নেত্রকোনার মদন উপজেলায় একই রশিতে গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয় মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশুঁরী কান্দাপাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- ওই গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল (২২) ও নিহত আজিজুলের স্ত্রী রিমা আক্তার (১৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ মাস আগে আজিজুলের সাথে মদন পৌরসভার ইমতাজপুর গ্রামের নিহত রিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসার ভালোই চলছিল। এই ৬ মাসে সংসারে কোনো ঝামেলা হয়নি। কেন তারা দুজন একইসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিল তা আমাদের জানা নেই।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, বিকালে স্থানীয়রা স্বামী-স্ত্রীর বাড়ির পেছনে একটি রেন্ট্রি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।