
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম
পারিবারিক অশান্তি ভুলে থাকতে মাদক সেবন, অতঃপর...

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

আরও পড়ুন
পারিবারিক অশান্তি ভুলে থাকার অপচেষ্টা হিসেবে মাদক সেবন করতে গিয়ে অবশেষে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ঠাঁই হয়েছে গোলাপ হাওলাদার (৩৫) ও আব্দুর রহিম (২৮) নামে নীলফামারী উত্তরা ইপিজেডের দুই শ্রমিকের।
ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ৩ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলায়।
সাজাপ্রাপ্ত গোলাপ হাওলাদার (৩৫) দিনাজপুরের খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের মৃত হাচান আলীর ছেলে এবং আব্দুর রহিম (২৮) নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের আজিজার রহমানের ছেলে। তারা দুজনেই নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশের টহল টিম। এ সময় তাদের সঙ্গে থাকা এক বোতল বাংলা মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে ৩ মাস করে কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খানসামা ইউএনও কামরুজ্জামান সরকার মাদক সেবনের কারণ জানতে চাইলে মাদকসেবী গোলাপ হাওলাদার বলেন, পারিবারিক ঝামেলা ও অশান্তি ভুলে থাকতে প্রায়ই গাঁজা ও বাংলা মদ সেবন করি। এসব সেবন করলে নিশ্চিন্তে কিছু সময় থাকতে পারি স্যার।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি নজমুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজনকে বুধবার কারাগারে প্রেরণ করা হয়েছে।