
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম
ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম

আরও পড়ুন
বগুড়ার সদর উপজেলায় ট্রাকের চাপায় সাইমুন ইসলাম প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পীরগাছার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকটি জব্দ ও এর চালক মিজানুর রহমানকে (১৮) আটক করেছে।
নিহত প্রিন্স বগুড়ার গাবতলী উপজেলার মোমিন খোদা গ্রামের রায়হান ইসলাম
রোমানের ছেলে। তারা পীরগাছা এলাকায় বসবাস করেন। প্রিন্স স্থানীয় একটি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিরতে পড়তো।
সদর থানার এসআই আনিছুর রহমান জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে প্রাইভেট
পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল প্রিন্স। তিনি পীরগাছা বন্দর এলাকায় পৌঁছালে মাটিবাহী
ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা
করলে জনগণ চালক মিজানুর রহমানকে আটক করে। পরে খবর দেওয়া হলে তাকে পুলিশ হেফাজতে নেয়।
এসআই আনিছুর রহমান বলেন, ‘ঘাতক ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। চালকও
পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’