
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ এএম
ভাঙচুর-লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা তৌহিদী জনতা হতে পারে না

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম

আরও পড়ুন
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতারা। মঙ্গলবার বিকালে নগরীর বন্দরবাজারের বাটা শু স্টোর, বনফুল, পিউরিয়া, মিরবক্সটুলার হোটেল রয়েল মার্কসহ ভাঙচুরকৃত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ভাঙচুর-লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। এরা তৌহিদী জনতা হতে পারে না। এদের একটাই পরিচয় এরা দুর্বৃত্ত। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এসব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, ব্যবসায়ী নুরুল আলম, নিয়াজ মো. আজিজুল করিম, নগর জামায়াত নেতা নজরুল ইসলাম ও পারভেজ আহমদ প্রমুখ।