
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ এএম
ছাত্রদল-যুবদলের মিছিলে ছাত্রলীগের হাতবোমা, আহত ৫

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

আরও পড়ুন
বরিশালের মুলাদীতে ছাত্রদল ও যুবদলের মিছিলে হাতবোমা হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১২টার দিকে মুলাদী সিনেমা হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা মিছিলের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী। এ সময় ছোটাছুটি করতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।
পরে বিক্ষুব্ধ ছাত্রদল-যুবদল কর্মীরা উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এ সময় সিনেমা হল ও আশপাশের এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পরে জুবায়ের আহমেদ জুয়েলের বাসা থেকে তার ভগিনীপতি জসিম পাটোয়ারীকে পুলিশ আটক করেছে।
তবে পুলিশের দাবি, জসিম পাটোয়ারীকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী বলেন, বিএনপির ৩১ দফার প্রচারের লক্ষ্যে উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মঙ্গলবার পৌর এলাকায় মিছিল বের করেন। মিছিলে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী স্লোগানও দেওয়া হয়। মিছিলটি সিনেমা হল এলাকা অতিক্রমের সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী হাতবোমা নিক্ষেপ করে। এতে মিছিলে থাকা নেতাকর্মীরা ছোটাছুটি করলে কমপক্ষে ৫ জন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এরপরেও সে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। মঙ্গলবার ফ্যাসিস্টের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় সে মিছিলের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ছাত্রদল-যুবদলের মিছিলে হামলার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে ছাত্রলীগ নেতার বাসা থেকে অন্য মামলার আসামি জসিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।