
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম
সরকারি চালের বস্তা পালটে ডিলারের কারসাজি

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:০৫ পিএম
-67f5576e7f928.jpg)
আরও পড়ুন
পটুয়াখালীর মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি বস্তা বদল করা মজুদকৃত চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা নামক স্থান থেকে চালগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় সরকারি চাল জব্দ হলেও লাপাত্তা সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শফিকুল ইসলাম গাজী। ঘটনার পর ডিলারের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
জানা যায়, ডিলারের কারসাজিতে দিনের পর দিন সরকারি চাল বস্তা বদল করে খোলাবাজারে মিনিকেট হিসেবে বিক্রি করছিল একটি চক্র। মঙ্গলবার উপজেলা প্রশাসনের কাছে খবর এলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামের দিনমজুর শাহিন হাওলাদারের বসত বাড়িতে সরকারি চাল বস্তা বদল করে খোলাবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে। এ সংবাদে উপজেলা প্রশাসন ঘটানাস্থলে পৌঁছলে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চাল ওই দিনমজুরের ঘরে পাওয়া যায়।
এত চাল একসঙ্গে তার ঘরে কিভাবে? জানতে চাইলে শাহিনের স্ত্রী শেফালী বেগম প্রশাসনকে বলেন, ওই চাল সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শফিক গাজী তাদের বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুত করেছেন। এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
সংশ্লিষ্ট সাবেক ইউপি সদস্য সত্তার হাওলাদার যুগান্তরকে বলেন, মার্চ মাসের বরাদ্দকৃত চাল মজুত করা থাকলেও অনেক সুবিধাভোগী কার্ড নিয়ে এসে ফেরত চলে গেছেন। তারা চাল পাননি অথচ ওই চাল গত রমজানে বিতরণ করার কথা ছিল; কিন্তু বিক্রির জন্য ডিলার মজুত করেছেন। আমরা স্থানীয়রা এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সংশ্লিষ্ট ডিলার ফোনালাপে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, জব্দ চাল উপজেলা পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।