
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পিএম
স্বামী দেশে আসার দিনে স্ত্রীর আত্মহত্যা

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম
-67f55532e4b60.jpg)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইকবাল হোসেন বাহরাইন থেকে দেশে আসার দিন তার স্ত্রী পলি আক্তার (৩৫) আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে শেখ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার পুরা গ্রামের দপ্তরিবাড়ির আবুল হোসেন দপ্তরির মেয়ে এবং রাজধানীর মিরপুরের বাহরাইন প্রবাসী ইকবাল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান- ইকবালের স্ত্রী পলি তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে বাড়ৈপাড়া গ্রামের নাদিম শেখের দোতালা ভবনে ভাড়া থাকেন।
মৃতের মা সাজেদা বেগম জানান- তার মেয়ের জামাই ইকবাল বাহরাইন থেকে আজ দেশে ফেরার কথা। পলির ১০ বছরের সন্তান আব্দুল্লাহ তার নানার বাসায় ছিল। সকাল ৮টার দিকে পলি আক্তার তার মাকে ফোন দিয়ে তার সন্তান আব্দুল্লাহকে তার বাসায় পৌঁছে দিতে বলে। সকালে তিনি পলির বাসায় এসে দেখতে পান দরজা ভেতর থেকে আটকানো রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া পলিকে দেখতে পান। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ বুঝতে পারছেন না।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম জানান- খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।