
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম
বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ, ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম
-67f5550702d4f.jpg)
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিল আলতাফুন্নেছা খেলার মাঠে শেষ হয়।
সাতমাথায় মুক্তমঞ্চে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ‘আল্লাহু আকবার’ ও ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।