
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ এএম
ফিলিস্তিন নিয়ে ভিক্টোরিয়া কলেজ শিক্ষিকার বিতর্কিত স্ট্যাটাসে তোলপাড়

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

আরও পড়ুন
কুমিল্লায় ফিলিস্তিন নিয়ে ভিক্টোরিয়া কলেজ শিক্ষিকার বিতর্কিত স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফিলিস্তিন ও দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিতর্কিত পোস্ট করেছেন মেহেরুন নেছা নামে ওই শিক্ষিকা।
তার এ পোস্টকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে কলেজের শিক্ষার্থীরা। পরে ক্ষমা প্রার্থনা করে ফের আরেকটি পোস্ট করেন এই শিক্ষিকা।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মেহেরুন নেছা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে বিক্ষোভ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় ওই শিক্ষিকার অপসারণ দাবি করা হয়।
জানা গেছে, রোববার গাজায় ইসরাইলি বর্বরতা ইস্যুতে ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক মেহেরুন নেছা। তার পোস্টের পর সর্বত্র প্রতিবাদের ঝড় তোলেন কলেজের শিক্ষার্থীরা। ওই শিক্ষিকাকে বয়কটের ডাক দেন তারা। বিভাগ থেকে তাকে অপসারণ না করলে ক্লাশ বর্জনের ঘোষণাও আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে একটি তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন।
বিতর্কিত ওই পোস্টে অধ্যাপক মেহেরুন নেছা লিখেন- ‘গাজা নিয়ে ইসরাইলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো- গাজার এ পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।’
তার পোস্ট মুহূর্তেই স্ক্রিনশট নিয়ে নেন শিক্ষার্থীরা। পরে যার যার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সেটি পোস্ট করে প্রতিবাদ জানান তারা। শিক্ষার্থীরা এ মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ করে অধ্যাপক মেহেরুন নেছাকে ডিপার্টমেন্ট থেকে বয়কট করার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন। পরে ওই পোস্ট ডিলিট করে ফেসবুক প্রোফাইল লক করে দেন ওই শিক্ষিকা।