
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম
নেশার টাকা জোগাতে স্কুলের ফ্যান চুরি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুল থেকে চুরি করা ফ্যানসহ ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের সড়কবাজার এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, আখাউড়া পৌরশহরের দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনের ৪র্থ শ্রেণির কক্ষের ২টি সিলিং ফ্যান চুরি হয়। মঙ্গলবার সকালে দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা খাতুন আখাউড়া থানায় চুরির অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে শহরের সড়কবাজার এলাকা থেকে চুরি যাওয়া ফ্যানসহ ৩ যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- দেবগ্রামের চিহ্নিত মাদকাসক্ত যুবক শাওন মিয়া (২৩), সোহান (২৪) ও হেলাল মিয়া প্রকাশ হেলাম (২৫)।
ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, কিছু দিন পরপরই মাদকসেবীরা বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান, পর্দাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে ২টি ফ্যান নিয়ে যায়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, চুরির সঙ্গে জড়িত তিন যুবককে মালামালসহ গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন।