
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম
কোটালীপাড়ায় সরকারি খাল দখল করায় চলাচলের পথ বন্ধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম
-67f52ce666a5b.jpg)
আরও পড়ুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামে বালু ভরাট করে সরকারি কাটা খাল প্রভাবশালীরা দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এ সরকারি খাল বালু ভরাট করে দখল করায় বানারঝোড় গ্রামের প্রায় ৩ হাজার জনসাধারণের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে বানারঝোড় গ্রামের শতাধিক জনসাধারণের স্বাক্ষর সম্বিলিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামের প্রায় ৩ হাজার জনসাধারণের চলাচলের একমাত্র খালটি টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের প্রভাবশালী নুর ইসলাম শেখ ও তার ভাই সাবেক ইউপি সদস্য রফিক শেখ ক্ষমতার দাপটে সরকারি কাটা খালের ১ ভোল্ট ম্লুইচ গেটের সম্মুখভাগ জোরপূর্বক বালু ভরাট করে দখল করেছে।
এদিকে সরকারি খাল ভূমিদস্যুদের কবল থেকে দখলমুক্ত করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
বানারঝোড় গ্রামের ভুক্তভোগী শওকত মল্লিক বলেন, বানারঝোড় গ্রামবাসীর চলাচলের জন্য কোনো রাস্তা নেই। বর্ষার মৌসুমে আমরা নৌকায় ও শুকনো মৌসুমে এ খালপাড় দিয়ে পায়ে হেঁটে চলাচল করি; কিন্তু পার্শ্ববর্তী উপজেলার করফা গ্রামের প্রভাবশালী নুর ইসলাম শেখ ও তার ভাই সাবেক ইউপি সদস্য রফিক শেখ ক্ষমতার দাপটে এই সরকারি কাটা খালের ১ ভোল্ট স্লুইচ গেটের সম্মুখভাগ জোরপূর্বক বালু ভরাট করে দখল করায় আমরা গ্রামবাসীরা ভোগান্তিতে পড়েছি। খালটি দখলমুক্ত করে আমাদের চলাচলের পথটি সুগম করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের নুর ইসলাম শেখ বলেন, আমি কোনো সরকারি খাল দখল করিনি। আমার জায়গায় বালু দিয়ে ভরাট করেছি। খাল খনন কাজে আমি কোনো বাধা দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বলেন, বানারঝোড় গ্রামবাসীর চলাচলের একমাত্র মাধ্যম এ খালটি। সরকারিভাবে এ খাল খনন করার জন্য ঠিকাদার কাজ শুরু করলে করফা গ্রামের নুর ইসলাম শেখ ও তার ভাই সাবেক ইউপি সদস্য রফিক শেখ বাধা দেন। এতে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মঈনুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।