
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম
কলমাকান্দায় ৪ চেয়ারম্যান অপসারণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম

আরও পড়ুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
অপসারিত চেয়ারম্যানরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী।
জানা গেছে, এই ৪ ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে কর্মস্থলে না আসায় পরিষদের দাপ্তরিক ও নাগরিকসেবায় বিঘ্ন ঘটছে। তাই ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ওই ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর সুপারিশ করেন।
মঙ্গলবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ১০১ ও ১০২ ধারায় ওই ৪ ইউপিতে চারজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।
প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন পরিষদে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, পোগলা ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, কৈলাটী ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।