
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
১১ জেলেসহ ৫টি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম

ফাইল ছবি
বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাফ নদীর মোহনা হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ১১ জেলেসহ ৫টি ট্রলার ধরে নিয়ে গেছে।
এদিকে ৫টি ট্রলারের মধ্যে ২টি ও ১১ জেলের খোঁজ পাওয়া গেছে। বাকি ৩টি ট্রলার ও ওই ট্রলারগুলোতে কতজন জেলে ছিল এ তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফে যে ২টি ট্রলার আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন, সেই ট্রলারের মালিক টেকনাফের মো. কালাম ও মো. শাওন। যাতে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। বাকি ৩টি ট্রলারে কতজন জেলে ছিলেন ও তাদের কোথায় আটক করা হয়েছে বা কোথায় আটকে রাখা হয়েছে সেই বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক জেলেদের শনাক্ত করে ট্রলারসহ দেশে ফেরত আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই।