
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
মাদককারবারির মেয়েকে নিয়ে উধাও যুবক, অতঃপর...

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রাম জেলার রৌমারীতে প্রেমের টানে মাদককারবারির মেয়েকে নিয়ে সাজেদুল নামে এক যুবক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অভিযুক্ত সাজেদুলকে না পেয়ে তার পিতাকে ধরে নিয়ে গেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ এলাকার মাদককারবারি দম্পতি ছালাম-লায়লার মেয়ের সঙ্গে একই ইউনিয়নের ধনারচর পূর্বপাড়া গ্রামের রফিকুল ব্যাপারীর ছেলে সাজেদুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদুল ফিতরের আগের দিন সাজেদুল ও তরুণী ঈদের মার্কেট করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাদের খুঁজে পাননি অভিভাবকরা। মোবাইল ফোনে যোগাযোগ করেও ব্যর্থ হয় উভয় পরিবার।
এ ঘটনায় ছালাম-লায়লা দম্পতি বাদী হয়ে রৌমারী থানায় সাজেদুলের মা, বাবা, চাচা ও ভাবির বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। সোমবার সাজেদুলের পিতা রফিকুল ব্যাপারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সাজেদুলের দাদা কর্তিমারী বাজার জামে মসজিদের খাদেম মো. সাহাবুদ্দিন বলেন, আমরা গ্রামের অতি সাধারণ মানুষ। আমি সারা বছর মসজিদেই বসবাস করি- এলাকার সবাই তা জানে। লায়লা-ছালাম দম্পতি মাদককারবারের সঙ্গে জড়িত; তাদের বিরুদ্ধে অন্তত ৩টি করে মাদক মামলা আছে। আমরা ওই মেয়েকে অপহরণ করি নাই। সাজেদুল কোথায় আছে তাও জানি না।
যাদুরচর ইউনিয়নের সদস্য মো. হযরত আলী বলেন, রফিকুল ব্যাপারীর পরিবার অপহরণ করতে পারে তা আমার জানা নেই। তবে সাজেদুল ও ওই মেয়ের প্রেমের সম্পর্কে তারা নিজেরাই পালিয়ে গেছে।
যাদুরচর ইউপি চেয়ারম্যান মো সরবেশ আলী বলেন, আমরা সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করেছিলাম; কিন্তু কোনো পক্ষই ছেলেমেয়ে কোথায় আছে জানে না। অপহরণ হয়েছে কিনা তা জানি না।
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, রফিকুল ব্যাপারী অপহরণ মামলার আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়। হাজির করা হলে আদালত রফিকুল ব্যাপারীকে কারাগারে পাঠিয়েছেন।