
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৬ এএম
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্য বিক্রয় বন্ধের দাবিতে জামায়াত ও ছাত্রদলের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম
-67f5145e85fa9.jpg)
আরও পড়ুন
পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এছাড়া জামায়াতে ইসলামী জেলা শাখার নেতারা পৃথকভাবে শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় বিলাশ চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয় তারা।
অন্যদিকে জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
বিলাস চত্বরের সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াাহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি, সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সহ-সভাপতি মেহেদী হাসান মাহাদি, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার রাহাত নূর পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শুভ হাওলাদার, সদস্য সচিব রাফি শিকদার মুন্না প্রমুখ।