
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম
গোপনে স্কুলের মালামাল বিক্রি করে বরখাস্ত প্রধান শিক্ষক

সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

আরও পড়ুন
পাবনার সুজানগর উপজেলার ৪৭ নাম্বার হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের বিভিন্ন মালামাল গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক সায়েদুল ইসলামের বিরুদ্ধে। টেন্ডার ছাড়া গোপনে মালামাল বিক্রি করার এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
আব্দুল মজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ ছুটির দিনে বিদ্যালয়ের পুরাতন ভবনের
টিন, জানালা, লোহার রড, দরজাসহ বিভিন্ন মালামাল টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করতে গিয়ে
স্থানীয়দের হাতে ধরা পড়েন সায়েদুল ইসলাম। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা
ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান তারা।
পরে প্রশাসনের কর্মকর্তারা বিক্রিত কিছু মালামাল উদ্ধার করেন। এ ঘটনায়
গত ২ মার্চ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদকে আহ্বায়ক
করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের জেরে ওই সাময়িক
শিক্ষককে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবীর বলেন,
‘অভিযুক্ত প্রধান শিক্ষক সায়েদুল ইসলামকে সাময়িক
বরখাস্তের পাশাাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।’