
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম
লরির চাপায় প্রাণ গেল দুজনের, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকালে উপজেলার রামরাইল ইউনিয়নের টিটিসি ট্রেনিং সেন্টারের সামনের সিলেট-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর
মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম
(২৫)। আহতরা হলেন, অটোরিকশা চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন
মিয়া।
জানা গেছে, নিহত তানভীর ও রফিকুল ইসলাম সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা
করছিলেন। যাওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করে টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ‘পাঁচজন যাত্রী
নিয়ে অটোরিকশা চালক জেলা শহর থেকে চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন।
ট্রেনিং সেন্টারের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়ি সদর
হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যায়।’
ওসি বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক লরি নিয়ে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
তাদের আটকের চেষ্টা চলছে।’