
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ এএম
আখাউড়ায় এএসআইয়ের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরশহরের কলেজ পাড়া বাধন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জাকির হোসেন। তবে অভিযোগ অস্বীকার করছেন ওই পুলিশ সদস্য।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ধীমান বড়ুয়া। তিনি আখাউড়া থানায় এএসআই
পদে রয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা
গ্রামে তার বাড়ি। সেখানে স্থাপনা নির্মাণের প্রতিবেশী ফয়েজ মিয়া তাকে বাধা দেয়। ভুক্তভোগী
এর প্রতিবাদ করলে ফয়েজ মিয়া আদালতে পিটিশন দায়ের করেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া
হয় আখাউড়া থানার এএসআই ধীমান বড়ুয়াকে।
গত ৩ এপ্রিল তদন্ত করতে গিয়ে জাকিরের নির্মাণ শ্রমিক শামীমকে (৩০) আটক
করে থানায় নিয়ে আসে ধীমান বড়ুয়া। পরে শ্রমিককে ছাড়তে ২০ হাজার টাকা দাবি করেন। মেয়ের
স্বর্ণ বন্ধক রেখে দুই দফায় ধীমানকে ২০ হাজার টাকা দেন জাকির। ওইদিন রাতেই শ্রমিক শামীমকে
থানা থেকে ছাড়া হয়।
অভিযোগের বিষয়ে ধীমান বড়ুয়া বলেন, ‘আদালত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ
দিয়েছিল। তারপরও তারা কাজ করছিল। এর জন্য নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছিল। কাজ না
করার শর্তে মুচলেকা দিয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’
অর্থ আদায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান পুলিশের এ সদস্য।