
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম
নাঙ্গলকোটে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ফারজানা আক্তার রাখি (১৭) নামের এক শিক্ষার্থীর অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীহাস্য খিলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
ফারজানা ওই গ্রামের আলতাফ আলি হাজি বাড়ির আলমগীর হোসেনর মেয়ে ও শ্রীহাস্য
উত্তরপাড়া আনু মিয়ার ছেলে রাসেলের স্ত্রী। রাসেল ও রাখি দুজনই দাখিল পরিক্ষার্থী ছিল।
তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে পরিবারের অমতে রাসেল ও রাখি পালিয়ে
গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে রাসেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রাখি স্বামীর
বাড়িতে গেলে রাসেলের পরিবার যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন ও নিপীড়ন করত।
১০ থেকে ১২ দিন আগে রাখি রাসেলের বাড়িতে যায়। ওই সময় রাসেলের পরিবার
রাখিকে মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনার জের ধরে অপমান সহ্য করতে না পেরে সোমবার রাতে
বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ফারজানার দাদি আয়শা বেগম বলেন, ‘আমার নাতনিকে নির্যাতন করতো রাসেল ও তার পরিবার। তাদের নির্যাতনেই আমার নাতনি মারা গেছে। আমি এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে রাসেলের বাড়িতে গেলে তাকে ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে
লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা
নেওয়া হবে।’