
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ এএম
গুরুদাসপুরে ইসরাইলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে নাটোরের গুরুদাসপরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে হওয়া মিছিল ও সমাবেশের আয়োজন করে যুব বন্ধু সংগঠন। এতে অংশ নেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মঙ্গলবার সকালে উপজেলার শাপলা চত্ত্বর থেকে মিছিল বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড় এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের
পতাকা পুড়িয়ে দেয়। পরে থানার মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ইসরাইলের
বর্বরতার তীব্র নিন্দা ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান।
যুব বন্ধু সংগঠনের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন
যুগান্তরের গুরুদাসপুরের প্রতিনিধি দিল মোহাম্মদ, বয়েজ উদ্দিন প্রামানিক, মাওলানা আব্দুল
মান্নান, মাওলানা ফরিদুল ইসলাম, শিক্ষক ইউসুফ আলী প্রমুখ।