
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম
মিছিলের নগরীতে পরিণত চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:১৪ পিএম
-67f407f79b9e9.jpg)
আরও পড়ুন
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামেও সোমবার সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নগরী।
এ সময় নগরীর জিইসি মোড়ে কেএফসি রেস্তোরাঁ ও একটি ভবনের কোকাকোলার সাইনবোর্ড এবং লালখানবাজার মোড়ের পুমা শোরুমে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া নগরীর কাজীর দেউড়ী এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
সোমবার বিকাল ৪টার দিকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে এসব ইট-পাটকেল ছোড়া হয়।
এদিকে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ শেষে ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা তৈরি করে সেটিতে জুতা মেরে চরম ঘৃণা প্রকাশ করা হয়। পরে কুশপুত্তলিকাটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় গাজার নির্যাতিতদের পক্ষে প্রতীকী ‘জিহাদ’ এর অঙ্গীকার হিসেবে গণস্বাক্ষর নেওয়া হয়। শত শত মানুষ স্বাক্ষরের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনের সড়কে ফিলিস্তিনি শহিদদের প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ করে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয় মাদ্রাসার শত শত শিক্ষার্থী। দুই নম্বর গেটে বিশ্বরোডে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। তারা নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
সরেজমিন দেখা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওনা হয়। এতে সাধারণ মানুষসহ হাজারেরও বেশি ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকাল সোয়া ৪টার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরই সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন কেএফসি রেস্তোরাঁর সামনে থেমে যায়। একপর্যায়ে মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
মিছিলটি অগ্রসর হয়ে জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেটের দিকে যায়। এরপর আবারও জিইসি মোড়ে হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের ওপরে থাকা কোকাকোলার সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই ভবনের কাঁচ ভেঙে পড়ে যায়। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি দুই নম্বর গেট অভিমুখে যাত্রা করে।
এছাড়া নগরীর আন্দরকিল্লা, জমিয়াতুল ফালাহ, চকবাজার, বহদ্দারহাটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জায়গায় বিক্ষোভ পালিত হয়েছে।