
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
গাজীপুরে ইসরাইলি পণ্য বর্জনের ডাক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:০৫ পিএম
-67f405ee6301f.jpg)
আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট এ কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার বাদ আসর গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াতে ইসলামী।
মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় নগরী।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাউদ্দিন আইউবী, নুরুল আমিন, আজাহারুল ইসলাম, সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান প্রমুখ।
অন্যদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি পালনের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদিন সকাল থেকেই বিভিন্ন সড়ক মহাসড়কে ছাত্র-জনতার স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে গাজীপুর। এতে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ।
পরে বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ছাত্র-জনতা ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট নো ফ্লো টু জায়োনিস্ট’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’, ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়।
বক্তারা বলেন, আমরা এ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার, সংগঠিত হতে এবং কার্যকর অবস্থান নিতে সর্বদা নৈতিকভাবে একতাবদ্ধ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার।
সোমবার সকাল ১০টায় নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় বিক্ষোভ মিছিলে হাজারও তৌহিদী মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার ও বোর্ডবাজারসহ বিভিন্ন পয়েন্টে ইসরাইলবিরোধী বিক্ষোভ পালিত হয়।
তৌহিদী জনতার বিক্ষোভ থেকে বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এ সময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেওয়ারও আহ্বান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।