
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ এএম
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর

রংপুর ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

আরও পড়ুন
গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক ‘নো ওয়ার্ক নো স্কুল’ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মিছিল স্লোগানে সোমবার উত্তাল হয়ে উঠে রংপুর নগরী।
পাড়া-মহল্লায় বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ ও ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ এ রকম নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় মানবতাবিরোধী অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
বেলা ১১টা থেকে রংপুর নগরীর টাউন হল গেটের সামনে এ বিক্ষোভ শুরু হয়। ক্লাশ পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সেখান থেকে মিছিল বের করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। নগরীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মিছিলে যোগ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ স্লোগান দিতে থাকেন।
এদিকে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসক, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।