
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম
গাজায় নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফরিদপুর

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম
-67f3f8de6aa3d.jpg)
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ।
এ কর্মসূচিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘণ্টাব্যাপী জনতা ব্যাংকের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। সেখান থেকে পুনরায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে দুপুর ১টায় কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের ফরিদপুরের সভাপতি মওলানা আমজাদ হোসেন, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনসুর আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, মাওলানা শামসুল হক, কুরআন শিক্ষা বোর্ডের জেলা শাখার সভাপতি খন্দকার ওহিদুজ্জামান, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি নিরব ইমতিয়াজ শান্ত, ফারহান সাদিক নুর, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী প্রমুখ।
এছাড়া জেলার নগরকান্দা, চরভদ্রাসন, ভাঙ্গা, বোয়ালমারীসহ বিভিন্ন উপজেলায় ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন তৌহিদী জনতা।