
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২৩ এএম
ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে: হেফাজত মহাসচিব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞের ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
সোমবার বাদ জোহর মজলুম গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সমাবেশে তিনি এ দাবি জানান।
এ সময় শায়েখ সাজিদুর রহমান বলেন, দ্রুত ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।
ইসরাইলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। সমস্ত মানবের জন্য এ হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এদিকে তৌহিদী জনতা ও সাধারণ ছাত্রদের ব্যানারে আহলে সুন্নাতুয়াল জামায়াতের (যুব সুন্নী সংগঠন), ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলনসহ নানা পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একই দাবিতে সোমবার সকালে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা তফাজ্জল আলী কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।