
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম
চাঁদপুর জেলা মহিলা আ.লীগ সেক্রেটারিসহ আটক ৩

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম

আরও পড়ুন
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ বিশেষ অভিযানে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহার বেগমসহ ও তিনজনকে আটক করেছে।
রোববার রাতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কর্মসূচি পালনকালে তাদের ওপর হামলা ও দলীয় কার্যালয়টি ভাঙচুরের ঘটনা ঘটে।
সেই ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারনামীয় আসামি নাহার বেগম।
রোববার রাতে উপজেলার চরদুঃখুমিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। নাহার বেগম বিশকাটালী গ্রামের মহসীন ভুঁইয়ার স্ত্রী।
অন্যদিকে, ফরিদগঞ্জ থানার এএসআই আবু কাউছার সঙ্গীয় ফোর্স নিয়ে রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি জিআর মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি শৌরভ হোসেন ওরফে জাকিরকে আটক করে। সে রুস্তমপুর গ্রামের মো. সবুজ হোসেনের ছেলে।
এছাড়া ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ পৌরসভাধীন চরকুমিরা এলাকা থেকে নিয়মিত মামলার আসামি সাইফুল্লাহ বেপারিকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম উপরোক্ত তিনজনকে আটক ও সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।