
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:১৪ এএম
গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি আগ্রাসনে গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
সোমবার সকালে শেরপুরের সব তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে শহরের রাস্তা প্রকম্পিত করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন- ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রানু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরাইলি বাহিনী। অথচ এখনো পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।
এ সময় ইসরাইলি সব পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সব মুসলিম জনতাকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা।