
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পিএম
‘ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও নির্বিচারে হামলার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। এর নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম।
সোমবার বিকাল ৪টার দিকে বটতলী লোহাগাড়া মোটর স্টেশনের চৌধুরী প্লাজা
থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মহাসড়ক প্রদক্ষিণ
করে বটতলী কাঁচা বাজারের সামনে গিয়ে যা শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
হয়।
বিক্ষোভকারীরা কিছু ইসরাইলি পণ্য ধ্বংস এবং নেতানিয়াহুর ছবি সম্বলিত
ফেস্টুন পুড়িয়ে নৃশংস গণহত্যার প্রতিবাদ জানান।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা আবুল বশর, রেজাউল
করিম, রকিবুল ইসলাম বাচ্চু, মোরশেদ, মাঈনুদ্দিন ইমন, ওহি উল্লাহ আরফাত, কাইছার আহমেদ
মুন্না, মোহাম্মদ মিজান প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা
বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। পাশাপাশি
মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানাতে হবে।
বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। পাশাপাশি সেই সব দেশকে
বয়কট করার দাবি জানান, যারা দখলদারকে সমর্থন দিচ্ছে।