
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
গোটা গাজা উপত্যকা কবরস্থানে পরিণত হয়েছে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম

আরও পড়ুন
দখলদার ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
সোমবার ভৈরবের দুর্জয় মোড়ে এক সমাবেশে এমনটা জানান বক্তারা।
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন
করা হয়।
সমাবেশের পর একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দুর্জয় মোড় থেকে শুরু হয়ে
শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা ইমাম উলেমা পরিষদ সভাপতি মাওলানা
আব্দুল্লাহ আল আমিন, কমলপুর মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা হাফিজুল ইসলাম কাসিমী, বাংলাদেশ
ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, এনসিপি নেতা
শরীফুল হক জয়, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা
আব্দুল হাই প্রমুখ।
ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ ও এর বিচার দাবি করে সমাবেশে
বক্তরা বলেন, সারা বিশ্বে ক্ষমতাশালী মুসলিম দেশগুলো কোনো প্রতিবাদ করছে না। কি কারণে
তারা চুপ রয়েছে আমরা মুসলমানরা তাদের কাছে জানতে চাই।