
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ এএম
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম

আরও পড়ুন
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীতে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ।
সোমবার সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। পরে সহস্রাধিক জনতার বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন- নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি হোসেন, ইমাম আল মামুন প্রমুখ।
এদিকে কিশোরগঞ্জে সহস্রাধিক জনতার বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন- মাওলানা তাফাজ্জুল হক, বেলাল হোসেন, রেজাউল করিম, আনিছুর রহমান প্রমুখ।