
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ এএম
নকল প্রতিরোধে র্যালি

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

আরও পড়ুন
ভোলার চরফ্যাশনে নকল প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সোমবার সকাল ১০টার দিকে সদরের সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়
থেকে র্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে
গিয়ে র্যালিটি শেষ হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা নকল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে
থাকেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতি গঠনের মানবসম্পদ
হিসেবে নকল প্রতিরোধ করতে হবে। নকল একটি সামাজিক ব্যাধি, নকল করে পাশ করা যায়, কিন্তু
মেধা বিকাশ সম্ভব নয়। তাই আসন্ন দাখিল ও এসএসসি পরীক্ষায় নকল মুক্ত পরীক্ষায় অংশ
নিতে হবে।
এ সময় কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শনগণকে নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জন্য
কঠোর ভূমিকা রাখার দাবি জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ‘আমাদের পক্ষ থেকে
প্রশাসনিকভাবে নকলমুক্ত পরীক্ষার নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একাধিকবার
প্রস্তুতি সভা করা হয়েছে। বিগত দিনের পরীক্ষার চেয়েও এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা
ব্যতিক্রমভাবে হবে।’