
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:১০ পিএম
‘নেতানিয়াহু ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে’

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম
-67f3c14b5d4fe.jpg)
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টায় পিবিপ্রবির সামনে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসিফ আক্তার।
এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে। ফিলিস্তিনিদের ওপর হামলার মধ্য দিয়ে ইসরাইল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার ওপর আঘাত।
বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এ হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।