
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:০১ এএম
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত সাফা ওই গ্রামের সৌদি প্রবাসী মো. হাসান আলীর ছেলে৷ সোমবার প্রবাসী
বাবা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে।
নিহতের স্বজন এম এ জব্বার সিকদার জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির
উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলছিল সাফা। একপর্যায়ে সবার অগোচরে অসাবধানতাবশত বাড়ির
পাশের পুকুরে পড়ে যায় সে। তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ১১টার
দিকে পুকুরে সাফার দেহ পড়ে থাকতে দেখে স্বজনেরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে
দায়িত্বরত চিকিৎসক সাফাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, সন্তানের মৃত্যুর খবরে প্রবাস থেকে
ছুটে আসছেন বাবা। তিনি বাড়ি ফিরলে তার লাশ দাফন করা হবে।