
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম
৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম

আরও পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে ৬০ বছর বয়সি কাদের বিশ্বাস। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বাড়ি ভাঙচুর করে তারা।
উপজেলার শিলাইদহ ইউনিয়নের ছোট মাঝগ্রামের ঘটনা এটি। গত শনিবার রাতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। আর রোববার রাতে
অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়।
কাদের বিশ্বাস ছোট মাঝগ্রামের মৃত সোনাপাতা বিশ্বাসের ছেলে। অভিযুক্তের
স্ত্রী জানিয়েছেন, এর আগেও তার স্বামী অন্য নারীর ঘরে ঢুকে ধরা পরে মারধরের শিকার হয়েছেন।
ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার সকালে কাদের বিশ্বাসের স্ত্রী তার
মেয়েকে পেঁয়াজ কাটার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায়। কাটা শেষে শিশুটি পেঁয়াজ
ঘরে রাখতে গেলে কাদের বিশ্বাস তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্না করলে
অভিযুক্ত হুমকি দিয়ে ছেড়ে দেয়।
বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। ওই মা অভিযুক্ত কাদের বিশ্বাসকে
বিষয়টি জিজ্ঞাসা তিনি তা অস্বীকার করেন এবং কাউকে কিছু না জানানোর অনুরোধ করেন। ওই
রাতেই বাড়ি থেকে পালিয়ে যায় কাদের বিশ্বাস বাড়ি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে রোববার
রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, কাদের বিশ্বাসের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অনেক অভিযোগ
রয়েছে। এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয় সালিশি বৈঠক, জরিমানা
ও মারধরের ঘটনা ঘটেছে।
এদিকে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত
অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ‘তদন্ত
সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’