
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে দুমকিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার বেলা ১১টার দিকে দুমকি
নতুনবাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে। পরে নতুনবাজার এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার
দাবি জানান।