
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১০:১৯ এএম
গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন হচ্ছে। যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পূবাইলের সর্বস্তরের তৌহিদি জনতা। গাজীপুর মহানগরের পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল হয়।
সোমবার সকাল ১০টায় নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হন। এ সময় আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো চৌরাস্তা এলাকা।
তৌহিদি জনতার বিক্ষোভ থেকে বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেওয়ারও আহ্বান জানান।
সবশেষ ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।