
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ এএম
ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০১:০৮ এএম

ফরিদপুরের ভাঙ্গায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে মোস্তফা মোল্লা (৪০) নামের এক পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার রাত ৯টার দিকে নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাবুল কবিরাজ ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। বর্তমানে সে কন্যা থানার হেফাজতে রয়েছে। সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে মেডিকেল পরীক্ষার জন্য।
ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, ‘কন্যার ভাষ্যমতে, গত দুই বছর ধরে তার পিতা তাকে ধর্ষণ করে আসছে। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে পিতাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।’
স্থানীয়রা জানান, মোস্তফা তার অন্ধ স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতো। পরিবারটি অতি দরিদ্র এবং একঘরে বসবাস করতো। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হলেও এমন ঘৃণ্য ঘটনার কঠোর শাস্তি হওয়া উচিত।