
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পিএম
ডিএনডি লেকে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পানিতে ডুবে সাইফুল ইসলাম আলিফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় ডিএনডি লেকের পাওয়ার হাউসের সামনের অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সাইফুল (৭) সিদ্ধিরগঞ্জের আদমজী গ্যাসলাইন এলাকার সুমন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শিশু আলিফ একজন মাদ্রাসা শিক্ষার্থী। সকাল ১০-১১টার মধ্যে সে তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আলিফের মরদেহ উদ্ধার করেন।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকালে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেলেও ফায়ার সার্ভিসকে দেরিতে জানানো হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দল খবর পাওয়ার পর চেষ্টা চালানোর আধঘণ্টায় শিশুটির মৃতদের উদ্ধার করতে সক্ষম হয়।