
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ এএম
টানা ৯ দিন বন্ধের পর খুলল নাকুগাঁও স্থলবন্দর

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড বন্ধ থাকার পর রোববার থেকে ফের চালু হয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম জানান, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্ধ ছিল। রোববার থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সব কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এ চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হচ্ছেন না।
নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন নাকুগাঁও স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখে। এই স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত ও ভুটান থেকে শুধুমাত্র পাথর আমদানি করা হচ্ছে।