
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
জামায়াত–বিএনপিপন্থি না হয়ে আগে সাংবাদিক হোন: কাদের গনি চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম

আরও পড়ুন
‘জামায়াত–বিএনপিপন্থি না হয়ে আগে সাংবাদিক হোন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, এতে দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে এবং দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা কার্যকর হবে। এ সময় তিনি সাংবাদিকদের সত্য ও দায়বদ্ধতার পথে অবিচল থাকার আহ্বান জানান।
রোববার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারেনি। এখন আর সেই বাধা নেই। ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দরকার আমাদের মানসিকতার পরিবর্তন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি ‘বুদ্ধিবৃত্তিক ও আধুনিক পেশা’, যা মিথ্যার সঙ্গে কোনো আপস করে না। সত্য প্রকাশই সাংবাদিকতার মূল দায়িত্ব। সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। একশ ভাগ সত্য না হলে সেটাকে সাংবাদিকতা বলা চলে না।
তিনি আরও বলেন, বিল কোভাচ ও টম রোসেন্টিয়েলের ‘The Elements of Journalism’ বইয়ে সত্যকে বলা হয়েছে ‘A Practical and Functional Form of Truth’। অর্থাৎ সাংবাদিকতার ভিত্তি হচ্ছে ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা।
সাংবাদিকদের নানা ঝুঁকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে চাকরি হারানো, জীবনহানির হুমকি- এসব আমাদের গ্রহণ করতে হবে। আত্মসমর্পণ সাংবাদিকদের কাজ নয়। বিগত সরকার আমলে অনেক সাংবাদিককে সেলফ সেন্সরশিপে যেতে দেখেছি, সেটি অনুচিত।
কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানেই শুধু মুখ খুলে কথা বলা নয়, এর সঙ্গে রয়েছে নৈতিকতা ও দায়িত্বশীলতা। সাংবাদিকদের মৌলিক দায়িত্ব হলো মানুষকে তথ্য দেওয়া, সচেতন করা ও সময়ের প্রেক্ষাপটে তাদের উৎসাহিত করা।
তিনি কঠোর ভাষায় বলেন, সাংবাদিকতা করতে হলে মেধা ও বোধ থাকতে হবে। অতীতকে ধারণ করে, বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের দিকনির্দেশনা দিতে না পারলে কেউ সাংবাদিক হতে পারে না। যারা জামায়াত-বিএনপি ভাবনায় পুষ্ট হয়ে সাংবাদিকতা করে, তারা মূলত পেশার অপমান করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কামাল হোসেন আজাদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
এছাড়াও বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, এসএম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, মমতাজ উদ্দিন বাহারী, আবু সিদ্দিক ওসমানী, শামসুল হক শারক, এমআর মাহবুব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম জাফর।