
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:১২ পিএম
গাজীপুরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাড়ির কর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

আরও পড়ুন
গাজীপুরে বসতবাড়িতে মশার কয়েল থেকে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাড়ির কর্তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ওই বাড়ির মালিক মোবারক হাওলাদার (৬৫) মহানগরের শিমুলতলীর এটিআই এলাকার বাসিন্দা।
এ সময় আগুনে ওই পরিবার ও প্রতিবেশীসহ ৪ জন আহত হয়েছেন। এছাড়া ওই আগুনে পুড়ে মারা গেছে দুটি ছাগল।
শনিবার দিবাগত রাত ২টার দিকে মহানগরের চতর শিমুলতলীর এটিআই (এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট) পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহত মোবারক হোসেনের ছেলে মাসুম, মেয়ে রোজিনা, মেয়ের জামাই রুবেল ও প্রতিবেশী হোসেন আলী।
আহত রোজিনা জানান, রাত ২টার দিকে প্রতিবেশীদের ডাকচিৎকারে তার ঘুম ভাঙলে তিনি দেখেন তার পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তার বাবা-মা ও ভাইসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘরে বিদ্যুতের তার ও মিটার পুড়ে পুরো ঘরে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার পিতা মোবারক হোসেন পাশের ঘরের টিন খুলে পানি আনতে বাথরুমে গেলে সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয় এবং মোবারক হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
টিনশেড একটি ঘরের এক অংশে রান্নার জ্বালানি সংগ্রহ করে রাখা ছিল, অপর অংশে দুটি পোষা ছাগল থাকত। ওই ছাগলগুলোকে মশার কামড় থেকে রক্ষার জন্য ঘরের ভেতর কয়েল জ্বালানো হতো। ধারণা করা হচ্ছে ওই মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।