
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
নাটোরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পত্রিকার সম্পাদকের ওপর হামলা

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

আরও পড়ুন
নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও সদর উপজেলার চন্দ্রকলা বঙ্গবন্ধু কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
রোববার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে সাংবাদিক সেলিমকে পাশের আতিকুর রহমানের চায়ের স্টলে নিয়ে যায়। সেখানে তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে বেদম মারপিট করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত সাজেদুল ইসলাম সেলিমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
গুরুতর আহত সাজেদুল ইসলাম সেলিম জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে আব্দুল ওয়াহাব নামে একজনকে তিনি চিনতে পেরেছেন।
স্থানীয়রা জানান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি হওয়া নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওয়াহাব তার ৮-১০ জন অনুসারীকে নিয়ে এ হামলা চালিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেছেন, কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে কারো উপরে হামলা করা উচিত নয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা জানান, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার দুই হাত ভেঙে গেছে।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেছেন, ইতোমধ্যে পুলিশ গিয়ে বিষয়টি জানার চেষ্টা শুরু করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।