
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম
মদনে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পিএম

নেত্রকোনার মদনে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত সবল ও আজহান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা হলেন- আসাদুল, রুমেল, লাদেন, শফিকুল, হাতেম আলী, আম্বিয়া। তাদের মদন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পল্লি চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, একই গ্রামের আসাদুলের বাবা রেকাইব ভূঁইয়ার সঙ্গে মৃত ফৌজদার আলীর ছেলের সবল মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ বিরোধকে কেন্দ্র করে আসাদুলের ভাই লাদেনকে নয়াবাড়ির পুরাতন মসজিদের সামনে পেয়ে সবলের লোকজন ডাকাডাকি করে। একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মদন থানার ওসি তদন্ত দেবাংশু জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।